মো. শিমুল হাছান:
ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ এক মহিলা মাদক ব্যাবসায়িকে আটক করেছে থানা পুলিশ।
২৮ নভেম্বর (বৃহস্পতিবার) এসআই নাজমুন্নাহার ও এ এসআই রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ সদরের টিএনটি মোড় থেকে মাদক ব্যাবসায়ী লাকী বেগম (৩৫)কে আটক করে।
থানা সূত্রে যানাযায়, লাকী বেগম প¦ার্শবর্ত্তী লক্ষীপুর জেলার রায়পুর থানার ২ নং চরবংশী ইউনিয়নের খাসেরহাট হাওলাদার বাড়ির মৃত নুরুল ইসলাম মেয়ে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, মাদক আইনে তার বিরুব্ধে মামল দায়ের করা হয়েছে।