প্রতিনিধি
ফরিদগঞ্জ থানা পুলিশ মাসুদ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। সোমবার সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের বাড়ির অদূরে গাছে ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানায়, ওই বাড়ি বাখার উদ্দিনের ছেলে। ঢাকায় চাকুরি করা মাসুদ দুই দিন পূর্বে বাড়ি আসে। প্রেম করে বিয়ে করলেও স্ত্রীর সাথে সম্পর্ক ভালো ছিলো না। রোববার রাতে পারিবারিক বিষয়ে সালিশ হওয়ার কথা ছিলো। রাতেই সে হয়তবা আত্মহননের পথ বেছে নেয়। মাসুদের দুই কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুব মোল্লা জানান, পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পঠানো হয়েছে। প্রাথমিকভাবে ইউডি মামলা হয়েছে।