স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক লম্পট। ঘটনার পর জনরোষের ভয়ে এলাকা থেকে পালিয়েছে সে লম্পট মিজানুর রহমান। মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় থানা পুলিশের কাছে শিশুটিকে নিয়ে এসে লিখিত অভিযোগ দিয়েছেন তার মা।
অভিযোগে জানা গেছে, স্থানীয় ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের শিশুটি বিকেলে উল্লেখিত স্থানে মিজানুর বহমানের দোকানে শ্যাম্পু ক্রয় করতে যায়। এ সময় একা পেয়ে মিজান তার দোকানের সাটার বন্ধ করে শিশুটিকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পট মিজান পালিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এমন পরিস্থিতিতে তার দরিদ্র মা শিশুটিকে নিয়ে থানায় যান। তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার, সহকারী উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, ধর্ষণের চেষ্টার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সহকারী পরিদর্শক জুয়েল অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে গেছেন। তবে ঘটনার পর ভয়ে এলাকা থেকে পালিয়েছে লম্পট মিজানুর রহমান।