স্টাফ রিপোর্টার:
গত শনিবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। সোহাগ নামে একজনকে এ ঘটনায় আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এদিকে স্থানীয় লোকজন হাতেনাতে ধর্ষককে আটক করলেও তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয় এবং তাদের হামলায় অন্তত ৪ জন আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার গাব্দেরগাঁও গ্রামের বশির দিঘির পাড়ের বাড়ির আনোয়ার উল্লার ছেলে রাজু (২৩) নানা কৌশলে গত তিনমাস ধরে ওই স্কুল ছাত্রীর সাথে কথিত প্রেমের সম্পর্ক গড়ে তুলে। ঘটনার দিন রাতে মেয়েটি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে লল্পট রাজু জরুরি কথা আছে বলে তাকে ডেকে বাড়ির পাশ্র্বে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তখন মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং লম্পট রাজুকে ধরে ফেলে। পরে রাজুর লোকজন এসে রাজুকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় ৪ জন আহত হয়। আহত করিম, রাসেল, রাহুল ও রহিম ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা নিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন দাস জানান, ধর্ষক রাজুকে আটকের চেষ্টা চলছে।