প্রতিনিধি=
রোববার থেকে আহুত ৮৪ ঘন্টার হরতালের প্রথম দিনে ফরিদগঞ্জ শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। সকালে টিএন্ডটি এলাকায় পৌর বিএনপির উদ্যোগে হরতালের সর্মথনে মিছিল বের হয়। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। ভোরে উপজেলার কাউনিয়া এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ির অদূরে হরতাল সমর্থনকারীরা রাস্তার পাশের গাছ কেটে সড়ক অবরোধ করে। পরে পুলিশ তিনটি গাড়ি যোগে সেগুলো জব্ধ করে নিয়ে আসে।
এছাড়া চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ভাঁটিয়াল চৌরাস্তা এলাকায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা মিছিল ও পিকেটিং করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের ফজলুর রহমান, পৌর ছাত্রদলের তারেক পাটওয়ারী, ইলিয়াছ গাজী, ইয়াছিন, জোবেল, ইকবাল, যুবদল নেতা বিল্লাল হোসেন, মাহিন সরকার, মোঃ ওসমান, সৈয়দ শাহআলম পাটওয়ারী, গোলাপ শেখ, ছেলামত, বকুল, শেখ ফরিদ, নেছার খান, কামাল জমাদ্দার, ১০নং ইউনিয়ন যুবদলের সভাপতি হাছান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, যুবদল নেতা মাসুদ, আঃ কাদের প্রমুখ।
এদিকে রোববার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রভাষক ও জামায়াত ইসলামীর রোকন আঃ কুদ্দুছকে আটক করেছে। তার পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে ক্লাস শেষে বাসায় ফেরার পথে তাকে আটক করে থানা পুলিশ।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।