ফরিদগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
গতকাল বুধবার রাতে উপজেলার পশ্চিম রূপসা গ্রামের করিম মেম্বারের বাড়ির জাকির হোসেন (৪৩)-এর বসতঘর তল্লাশি করে এই গাঁজা উদ্ধার করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও এসআই মনির হোসেন, এসআই সুমন চন্দ্র দাস, এএসআই মঞ্জুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাকিরের বসত ঘরের খাটের নিচে, রান্না ঘর ও বসতঘরের মাটির নিচ থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। তবে মাদক ব্যবসায়ী জাকির হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) পুলিশের উপসিি্থত টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জাকির ও মর্জিনাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার পশ্চিম রূপসা গ্রামের করিম মেম্বারের বাড়ির জাকির হোসেন (৪৩)-এর বসতঘর তল্লাশি করে এই গাঁজা উদ্ধার করে পুলিশ। ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও এসআই মনির হোসেন, এসআই সুমন চন্দ্র দাস, এএসআই মঞ্জুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাকিরের বসত ঘরের খাটের নিচে, রান্না ঘর ও বসতঘরের মাটির নিচ থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। তবে মাদক ব্যবসায়ী জাকির হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) পুলিশের উপসিি্থত টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জাকির ও মর্জিনাকে গ্রেফতারের চেষ্টা চলছে।