মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার ২৯ মার্চ ২০২৩ ইং সকালে ১১ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহনের মাধ্যমে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করেন। এসময় সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসকে সুন্দর ও মনোরম ভাবে সাজিয়ে ঝাকঁজমক ভাবে উদ্ভোধনী অনুষ্টানকে প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তছলিম হোসেন, ফরিদগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রকৌশলী মোঃ আবরার আহাম্মদ, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুস সাত্তার, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ভূমি ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা শমশির আহমেদ, জেদ্দা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ও ভূমি দাতা আরিফ ভূইয়া, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত নয়ন পাটওয়ারী, শোল্লা বাজার ব্যাবসায়ি সীমিতর সভাপতি সফিউল আজম সুকু পাটওয়ারী, সুবিদপুর পশ্চিম ইউপি সদস্য সৈকত মোল্লা প্রমুখ।
উল্লেখ্যঃ উক্ত ভূমি অফিস নির্মান কালে সার্বিক ভাবে সহযোগিতা করেন ফরিদগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) আজিজুন্নাহার।