স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচারণ বিধি মালা-২০১৬ এর ২১ ধারা ভঙ্গের দায়ে রবিবার ৪ প্রার্থীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । জরিমানকৃত প্রার্থীরা হলেন, ১নং বালিথুবা ইউপি চেয়ারম্যান প্রার্থী (ধানের র্শীষ মার্কা ) জসিম উদ্দিন স্বপন ,২নং বালিথুবা ইউপি চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা ) হারুনুর রশিদ, ,১নং বালিথুবা ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী (আপেল মার্কা ) মাসুদ মুন্সি ও ২নং বালিথুবা ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ( বেন গাড়ী মার্কা ) লোকমান মিজি । ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা এসিল্যান্ড চৌধুরী আশরাফুল করিম । বিষয়টি গতকাল রবিবার রাতে নিশ্চিত করেছে সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা মোঃ সাইফুল।