রফিকুল ইসলাম বাবু। চাঁদপুর ফরিদগঞ্জের ১১নং চরদুখিয়া ইউনিয়নের পশ্চিম আলোনিয়া এলাকায় মানসিক প্রতিবন্ধী কিশোরী (১৫) কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। ঘটনায় মফিজ ঢালীর ছেলে জসিম ঢালী নামে একজনকে পুলিশ আটক করেছে। পশ্চিম আলোনিয়া এলাকার বছির উল্যার নির্যাতিতা মেয়েটি আলোনিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ২০ আগষ্ট মঙ্গলবার এলাকার বাছির চেয়ারম্যানের বাড়ির পাশের রাস্তা থেকে জসিম ঢালী, হানু মিয়া ও ওচমান নামের ৩ বখাটে যুবক ধর্ষণের শিকার কিশোরীকে জোড় পূর্বক রাস্তার পাশে এক ছাদে নিয়ে শারীরিক নির্যাতন করে। কিশোরীকে শারীরিক নির্যাতনের সময় জসিম পুরো ঘটনার ভিডিও ধারন করে। ঘটনার পর থেকে নির্যাতিতা কিশোরীর পরিবার এলাকা ছেড়ে তার খালার বাড়িতে আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে শারীরীক নির্যাতনের শিকার কিশোরীরর মা মানছুরা বেগম বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমার মানসিক প্রতিবন্ধী মেয়েটি সন্ধ্যার সময় তার নানুর বাড়ির যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। আমি মাগরিবের নামজের পর মেয়েকে খুজতে নামি বাড়ির এলাকা বড় তাই ভাবলাম হয়তো কোন না কোন ঘরে আছে। রাত ১০টায় সময় আমার ছেলের কাছে জসিম ঢালী ফোন করে বলে তোর বোনকে নিয়ে যা। আমার ছেলে মেয়েকে বাড়ি নিয়ে আসার পর থেকে কান্না করতে থাকে। অনেক পরে সে আমাকে বলে নানুর বাড়ি যাওয়ার পথে জসিমসহ আরো দুই যুবক তাকে জোড় করে একটি ছাদের উপর নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে ও জসিম তা মোবাইল দিয়ে ভিডিও করে। আমার মানসিক মেয়েটি জসিম ঢালী, হানু মিয়া ও ওচমান সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত আটকে রেখে শারীরিক নির্যাতন করে। আমি এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবী করছি আমার একটি মাত্র মেয়ে তাও সে মানসিক প্রতিবন্ধী। আমি এ ঘটনার পর মেয়েকে নিয়ে বাড়ি থেকে অনেক দূর আমার বোনের বাড়িতে আশ্রয় নিয়েছি। জসিমের লোকজন আমাদের ভয় ভীতি দেখাচ্ছে। এ ব্যাপারে শারীরিক নির্যাতনের শিকার কিশোরী (১৫) বলেন, আমারে জসিমসহ আরো ২জন রাস্তা থেকে একটি ছাদে নিয়ে জোড় করে শারীরিক নির্যাতন করে। আর এ সময় জসিম সব মোবাইল দিয়া ভিডিও করে রাইখা দিছে।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, জসিম এলকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। তার সাথে আরো কিছু যুবক আছে যাদের অত্যাচারে এলাকবাসী অতিষ্ঠ হয়ে আছে। এরা স্থানীয় প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থেকে সব সময় অপকর্ম করে যাচ্ছে। এ ঘটনায় জসিমের কঠিন বিচার হওয়া উচিত। এব্যাপারে নির্যাতনের শিকার কিশোরীরর বাবা মোঃ বছির উল্যা বাদী হয়ে ২৩ আগষ্ট শুক্রবার ফরিদগঞ্জ থানায় নাম উল্লেখ্য না করে অজ্ঞাত ৩/৪ জনের বিরোদ্ধে একটি মামলা মামলা দায়ের করে। মামলা নং-২৮।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- ফরিদগঞ্জ আলোনিয়া মানসিক প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আরও সংবাদ
ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে মারা গেলেন অটোচালক
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই আসবাবপত্র সহ একটি বসত…
মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক ( ফরিদগঞ্জ, চাঁদপুর) চাঁদপুরেরর ফরিদগঞ্জের পূর্ব ভাওয়াল ছার বাড়িতে... বিস্তারিত
ফরিদগঞ্জের রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই,
মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের... বিস্তারিত
ফরিদগঞ্জে শাপলা দোয়েল টেকনিক্যাল ইনস্টিটিউট ভবনের ভিত্তির প্রস্তর…
মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক চাঁদপুরের ফরিদগঞ্জে শাপলা দোয়েল টেকনিক্যাল ইনস্টিটিউট ভবনের... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।