প্রতিনিধি
ফরিদগঞ্জে ক্লিনিকে যৌন নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে সংশ্লিষ্ট থানায়। ঘটনার পর আটক অবস্থা থেকে মুক্ত হয়ে থানায় গিয়ে গত বুধবার রাতে নির্যাতিতা নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে ।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার ঘটনা শুনেছেন উল্লেখ করে বলেন, এটি একটি ফৌজদারী অপরাধ। শুনেছি থানায় মামলা হয়েছে। ক্লিনিকের ভেতর এমন অশ্লীল ঘটনা দুঃখজনক। আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
সূত্রে জানা গেছে, মামলায় একমাত্র বিবাদী করা হয়েছে ক্লিনিকের এমডি স্বপন (৪০)কে। মামলা নং- ১৮, তারিখ : ১৭-০২-২০১৬। বাদী মামলায় উল্লেখ করেছেন, বিবাদী স্বপন ফরিদগঞ্জ ইসলামিয়া হাসপাতাল (প্রাঃ)-এ ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রহিম জানিয়েছেন, ফরিদগঞ্জ ইসলামিয়া হাসপাতালের নির্যাতিতা কর্মচারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তবে অভিযুক্ত স্বপন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়ে এ মামলা দায়ের করতে বাধ্য করেছে। যে অভিযোগের সপক্ষে প্রমাণের জন্যে কোনো কিছুই নেই।