ফরিদগঞ্জ প্রতিনিধি ঃ
ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন হাজী গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার জন্য গত শনিবার তাকে ঢাকা ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবদলের এই নেতা প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে প্রতিপক্ষের বেদম মারধরে মাথায় আঘাত প্রাপ্ত হন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় মাথার যন্ত্রনায় অসুস্থ হয়ে পড়েন। উল্ল্যেখ ওই সময় তার মটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মাথায় গুরুত্ব আঘাতের যন্ত্রনা নিয়ে তিনি গত ২৯ শে অক্টোবর একাধীক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলখাটেন।
উপজেলা যুবদলের অসুস্থ এ নেতাকে দেখতে গত রবিবার ফরিদগঞ্জের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন মোঃ হারুনুর রশিদ হাসপাতালে যান। এ সময় তিনি নাছির উদ্দিন হাজীর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকের সাথে র্দীঘ সময় কথা বলেন এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। এবং প্রয়োজনে তাকে উন্নত চিকিসার জন্য বিদেশে পাঠানোর আশ্বাস দেন।
নাছির উদ্দিন হাজীর রোগ মুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবারের সদস্যরা।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।