স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জে বিষধর সাপের দংর্শনে ও মতলবে গাছ চাপায় ২শিশুর করুন মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় সাপের দংর্শনে ও বিকেলে গাছ চাপায় ফরিদগঞ্জ খাজুরিয়া ও মতলব গোয়ালভর এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া গ্রামের বিকেলে শিশু মিনহাজ হোসেন(৭) পাকের ঘরের লাকড়ির স্তুপ থেকে হাত দিয়ে লাকড়ি আনতে গেলে বিষধর সাপের দংর্শনে সে আক্রান্ত হয়। তাৎক্ষনিক তাকে ফরিদগঞ্জ হাসপাতালে ভর্তি ও পরবর্তিতে চাঁদপুর জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় শিশুটিকে মৃত ঘোষনা করেন। তার পিতার নাম বুলবুল আহম্মেদ। সে রুপসা বাজারের এক জন ব্যবসায়ী।অপর দিকে মতলব উওর উপজেলার গোয়ালভর গ্রামের সৈয়দ আলীর ছেলে নাহিদ হোসেন (৮) বিকেলে ঝড়ো হাওয়ার সময় খেলা ধুলা শেষ করে বাড়ি ফিরার সময় একটি গাছ ভেঙ্গে নাহিদের মাথায় পড়ে । তাৎক্ষনিক স্থানীয়রা তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ২টি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,স্থানীয় ইউ পি সদস্যরা।