আগামী ৩০ ডিসেম্বর ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস সূত্র অনুযায়ী মোট ৭৮জন মনোনয়নপত্র সংগ্রহকারীর মধ্যে ৭৪জন জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৭জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানকারী ৭জন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সাবেক সম্পাদক মাহফুজুল হক, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন-অর রশিদ, স্বতন্ত্র পরিচয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাবেক পৌর প্রশাসক ও জাতীয় পার্টি মনোনীত সফিকুল ইসলাম পাটওয়ারী, বতর্মান মেয়র স্বতন্ত্র পরিচয়ে মোঃ মঞ্জিল হোসেন, ইসলামী আন্দোলনের মনোনীত মাওঃ দেলোয়ার হোসেন এবং বর্তমান মেয়র মোঃ মঞ্জিল হোসেনের সহোদর ইমাম হোসেন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন ১নং (১, ২ ও ৩) ওয়ার্ডে কুসুম বেগম, মোসাঃ শাহিনা বেগম ও মোসাঃ কহিনুর বেগম; ২নং (৪, ৫ ও ৬) ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন ও খোদেজা বেগম এবং ৩নং (৭, ৮ ও ৯) ওয়ার্ডে গীতা রাণী, ফাতেমা বেগম, আলেয়া আক্তার ও মাহমুদা বেগম (পারুল)।
সাধারণ কাউন্সিলর পদে ৫৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন ১নং ওয়ার্ডে ইসমাইল হোসেন, শাহজালাল, মোস্তফা কামাল সুমন, সুলতান আহমেদ ও মাছুম বিল্লাহ; ২নং ওয়ার্ডে আব্দুর রব, মোস্তফা কামাল, আবুল হাশেম, আনোয়ার হোসেন, মোঃ অহিদুর রহমান, মোঃ ইমাম হোসেন, মোঃ হারুনুর রশিদ, মোঃ জাকির হোসেন, মোহাম্মদ আলী, মোঃ সাইফুর রহমান ও মাওঃ বিল্লাল হোসেন; ৩নং ওয়ার্ডে মোঃ জাকির হোসেন, ইউনুছ বেপারী, মোঃ আবু সায়েম খান, জায়েদ হোসেন বাবুল, হুমায়ুন কবির ও মহসীন তালুকদার; ৪নং ওয়ার্ডে ইকবাল হোসেন, আবুল হোসেন গাজী, মোঃ শফিকুল ইসলাম, আবুল কাশেম মোঃ মান্নান, মোঃ রাসেল মিয়া, মোঃ নাছির উদ্দিন ও শহিদ উল্যা; ৫নং ওয়ার্ডে মোঃ মামুনুর রশিদ, জামাল উদ্দিন, মোঃ খলিলুর রহমান, আবুল কালাম ও জাহিদ হোসেন; ৬নং ওয়ার্ডে খলিলুর রহমান, আব্বাছ উদ্দিন, মোঃ মজিবুর রহমান, মাহবুব আলম জুয়েল ও আব্দুল খালেক মাস্টার; ৭নং ওয়ার্ডে মোঃ তাজুল ইসলাম, মোঃ এমরান হোসেন, ফিরোজ মিয়া, মোহাম্মদ হোসেন, আবুল খায়ের পাটওয়ারী ও নবাব সিরাজুদৌলা; ৮নং ওয়ার্ডে অরুণ পাল, মোঃ জাকির হোসেন গাজী, মোঃ মুরাদ হোসেন পাটওয়ারী, উৎপল চন্দ্র সাহা, মোঃ নজরুল ও মোঃ লিয়াকত আলী এবং ৯নং ওয়ার্ডে মোঃ মাহমুদুল হাসান, মোঃ মজিবুর রহমান, লুৎফর রহমান, মোফাজ্জল হোসেন মোফা ও আঃ গফুর মিয়া।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।