ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল হক। এ মনোনয়নের দ্বারা তার জন্যে নৌকা প্রতীক বরাদ্দ হয়ে গেছে। তিনি গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে অর্থাৎ নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র পরিচয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। তাকে এখন নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে দেখছেন ফরিদগঞ্জ পৌরবাসী। আবুল খায়ের পাটওয়ারী মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারও ছিলেন।
এ ব্যাপারে আবু সাহেদ সরকারের সাথে কথা বললে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি উপজেলা পরিষদে ছিলাম, আমাকে এসে নিয়ে গেছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে তো ছিলেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে বলা হয় নি এজন্য যাই নি।
জেলা যুবলীগের অন্যতম সদস্য ও শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে চাঁদপুর পেঁৗছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ গোলাম হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক শরীফ বন্দুকসী, সেলিম মোল্লা, সদস্য শাহজালাল মিজি, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ মোতালেব দেওয়ান, যুবলীগ নেতা কামরুল ইসলাম, আলী হোসেন, মোঃ আলমগীরসহ নেতৃবৃন্দ।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।