নিজস্ব প্রতিনিধি =
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ তথা ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ মতবিনিময় সভার আয়োজন করে। সভার শুরুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী আগামী নির্বাচনে এ আসনে তৃণমূল নেতা-কর্মীদের প্রার্থী হিসেবে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নাম ঘোষণা করে বলেন, আমরা আমাদের আকাঙ্ক্ষা ও নেতা-কর্মীদের দাবি সভানেত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছি। আশা করি এবার আর আমরা নিরাশ হবো না।
সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন, ফরিদগঞ্জের একটি সম্ভ্রান্ত পরিবারে হোগলা পাতায় আমার জন্ম। এ ফরিদগঞ্জের আলো বাতাসে আমি বড় হয়েছি। তাই ফরিদগঞ্জের মানুষের ঋণ পরিশোধ করার জন্য আমি নির্বাচনে প্রার্থী হবো। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার দল আওয়ামী লীগ থেকে আমি নির্বাচন করলেও যদি আলস্নাহর রহমতে এমপি নির্বাচিত হই তাহলে সকল মানুষের এবং সকল দলের এমপি হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা থাকলে আগামী দিনে ফরিদগঞ্জের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে পারবো। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনারাও ফরিদগঞ্জের সনত্দান। তাই এখানকার সঠিক চিত্র তুলে ধরা আপনাদের কর্তব্য। সব শেষে সামনের দিনগুলোতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বক্তব্য শেষ করেন। এর আগে ফরিদগঞ্জে কর্মরত বিভিন্ন সাংবাদিকরা তাদের মতামত ড. শামছুল হক ভঁূইয়ার সামনে তুলে ধরেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের উপস্থাপনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাংবাদিক আবু হেনা মোসত্দফা কামাল, প্রবীর চক্রবর্তী, এসএম মিজানুর রহমান, নাসির উদ্দিন পাঠান, আমান উলস্না আমান, জাকির হোসেন, নারায়ণ রবিদাস ও রাসেল হাসান। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পৰে সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ওয়াহিদুর রহমান রানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতন বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।