
প্রতিনিধি
দু’ মাসে ফরিদগঞ্জ উপজেলা সদরের মূল সড়কের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮টি চুরির ঘটনা ঘটেছে। তাও আবার একই দোকানে একাধিকবার চুরি। কিন্তু এ পর্যন্ত থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের বাজার পাহারাদাররা কোনো চোরকে ধরতে বা সনাক্ত করতে পারে নি। ফলে ব্যবসায়ীরা প্রশাসনের ব্যর্থতায় আতঙ্কিত হয়ে পড়েছে।
সর্বশেষ গত রোববার দিবাগত গভীর রাতে ফরিদগঞ্জ উপজেলা সদরে এক মাসের ব্যবধানে আবারো আধুনিক কম্পিউটার সেন্টারে দ্বিতীয় দফা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দোকানের সার্টারের তালা ভেঙ্গে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল সেটসহ নগদ প্রায় পঁচিশ হাজার টাকা চোরের দল নিয়ে যায় বলে দোকান মালিক আঃ মান্নান টিপু জানান। তিনি আরো জানান, একমাস পূর্বে ঘটে যাওয়া চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে গেলে তার অভিযোগটি গ্রহণ করেনি থানা পুলিশ। তবে আজকের (গতকালের) ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। একই স্থানে মাদ্রাসা মার্কেট ও বিপরীত পাশে শনিবার রাতে যমুনা ইলেকট্রনিঙ্ ও বিসমিল্ল্লাহ হার্ডওয়্যার দোকানের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে চোরের দল।
গত দু’মাসে ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজারটিতে ৮টি চুরির ঘটনা ঘটেছে। ফরিদগঞ্জ রিপোর্টার্স ইউনিটির তালা ভেঙ্গে ১টি টিভি ও ১টি টেবিল ফ্যান চুরি করে নিয়ে যায়। শওকতের কম্পিউটারের দোকানে পর পর দু’ দফায় ল্যাপটপ, মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে যায়। হাছান ইলেকট্রনিঙ্ েপর পর দু’ দফা চুরির ঘটনা ঘটে। এমনিভাবে ভঁূইয়া কম্পিউটার, খোকনের মুদি দোকান, কামালের ইলেকট্রিক দোকানে, সাংবাদিক আঃ ছোবহান লিটনের অফিসে, সালাউদ্দিনের কম্পিউটার দোকানে চুরির ঘটনা ঘটে। বেশিরভাগ দোকান মূল সড়কে হওয়া সত্ত্বেও সাটারের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠে বাজার পাহারাদাররা কী দায়িত্ব পালন করে।
এদিকে একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ এ যাবৎ কোনো চোরকে আটক করতে সক্ষম হয়নি। ফলে বাজার ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে পড়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। অত্র বাজারে দীর্ঘ এক যুগের মতো বাজার ব্যবসায়ী কমিটি না থাকায় বাজারে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ভেঙ্গে পড়েছে। ফলে পর পর চুরি হওয়া সত্ত্বেও ব্যবসায়ীরা কোনো ধরনের ব্যবসায়িক নিরাপত্তা জোরদার করতে পারেনি। এদিকে রোববার রাতের চুরির ঘটনার পর পৌর মেয়র মাহফুজুল হক ও ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, অচিরেই চুরির ঘটনাগুলো পর্যালোচনা করে চোর সনাক্ত করে আটকের চেষ্টা করা হবে।