চাঁদপুর জেলার মাননীয় পুলিশ সুপার কতৃক আয়জিত “মাদকদ্রব্য সেবনের কুফল ও প্রতিকারের উপায়” শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চুড়ান্তভাবে ২য় ও ৩য় স্থান অধিকার করেছে ফরিদ্গঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মোঃ ইমাম হাসান ও কামিল শ্রেনীর ছাত্র মোঃ কাউছার আহমেদ। গত ২৮শে আগষ্ট রোজ রবিবার চাঁদপুরে পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনার মাননীয় মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৈধুরী মায়া। এ মনোজ্ঞ অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদ্গঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ জনাব ড. এ কে এম মাহবুবুর রাহমান সমপযোগী বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য মাননীয় জেলা প্রশাসক ও মাননীয় পুলিশ সুপার কে ধন্যবাদ জানান। কৃতি ছাত্রদের কৃতিত্বে মাদরাসার সুনাম বয়ে আনার জন্য ছাত্রদ্বয়কে ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর দরবারের শোকরাবাদ জানান।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।