প্রতিনিধি =
১৮ দলের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জে মিছিল ও সড়কে অবস্থানের পাশাপাশি চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষীপুর মহাসড়কে বিশালাকৃতির গাছ কেটে ফেলে রেখে যান চলাচল বন্ধ করে দিয়েছে অবরোধকারীরা। এছাড়া গৃদকালিন্দিয়া বাজারে বেশ ক’টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং ফরিদগঞ্জ-রায়পুর বর্ডার এলাকায় রাত পর্যনত্দ রাস্তায় গাছ ফেলে অবরোধ করে রাখায় ফরিদগঞ্জ-রায়পুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের চতুরা এলাকায় রাতেই একটি সিএনজি স্কুটার ও একটি তেলবাহী ট্যাংক লরীতে আগুন ধরিয়ে দেয় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা এবং বেশ ক’টি সিএনজি স্কুটার ভাংচুর করে। পরে ভোর রাতে অবরোধকারীরা চাঁদপুর-রায়পুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জের বর্ডার বাজার এলাকা থেকে প্রায় এক কিলোমিটার সড়কে ১৮টি বিশালাকৃতির গাছ কেটে রাস্তায় ফেলে রাখে। ফলে গতকাল ভোর থেকেই ওই সড়কের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল থেকেই অবরোধকারীরা ফরিদগঞ্জ-রায়পুরের সীমানা এলাকায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পাহারা বসায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) পুলিশ গাছগুলো সরাতে পারেনি। এদিকে সকালে টিএন্ডটি এলাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল মোতালেবের নেতৃত্বে ছাত্রশিবির সড়ক অবরোধ করলেও পুলিশ এসে তাদের হটিয়ে দেয়। এছাড়া কালিরবাজার চৌরাস্তা এলাকায় পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল ও ছাত্রদল মিছিল করেছে। মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মমিন গাজী, যুগ্ম আহ্বায়ক বাবুল গাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ পাটওয়ারী, টুটুল পাটওয়ারী, আমির গাজী, রফিক পাটওয়ারী, আনোয়ার হোসেন রাঢ়ী, জাহাঙ্গীর মাস্টার, বোরহান পাটওয়ারীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এদিকে সন্ধ্যার পর উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে বেশ ক’টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় সে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।