মনিরুল ইসলাম মনির: কেরানীগঞ্জের অজিত করাতি হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ও ২ জনের দশ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান এ আদেশ দেন।
ফাঁসিতে দণ্ডিতরা হলেন- সালাউদ্দিন, গোপাল করাতি, মনোরঞ্জন, উমেশ করাতি ও পরান করাতি।
দশ বছর দণ্ডপ্রাপ্তরা হলেন- রাধাকান্ত ও শহীদুল ইসলাম।
এদের মধ্যে উমেশ করাতি পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২০ এপ্রিল জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে অজিত করাতিকে খুন করা হয়। এ সময় তারা ভাঙচুর ও ৪টি বাড়িতে লুটপাট চালায়।
মামলার বিবরণে জানা যায়, কেরানীগঞ্জের আতাশুর গ্রামে অজিত করাতিদের ২৮১ শতাংশ জমি ছিল যা তারা পৈতৃক সূত্রে ভোগদখল করে আসছিলেন।
ঘটনার দিন সন্ত্রাসীরা রড, রামদা, টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওই সম্পত্তি দখল করতে অজিত করাতি, প্রিয়নাথ, তপন, মধু ও সুমন করাতির বাসায় ভাঙচুর চালায়। লুট করে হাতিয়ে নেয় টাকাসহ ৪/৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার।
এ সময় অজিত করাতিতে কুপিয়ে হত্যা করা হয় ।