প্রতিনিধি-
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গিয়ে দড়ি ছিড়ে পরে এক যুবক আহত হয়েছে। দ্রুত ওই যুবককে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ৫ অক্টোবর শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায়। জানা গেছে, ওই এলাকার মোঃ ইউসুফ মিয়ার ছেলে স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ ইমাম হোসেন (১৬) মায়ের সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যার চেষ্টা করে। এসময় ফাঁসের দড়ি গলায় দিলে তা ছিড়ে নিচে পরে গিয়ে আহত হয়। বাড়ির অন্যান্য লোকজন জানতে পেরে দ্রুত ইমামকে সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। আহত ইমামমের খালা জানায়, ইমাম ২ বোনের মধ্যে এক মাত্র ভাই। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ে। ঘটনার দিন তাদের বাড়িতে মেহমান আসবে বলে তার মা বাজার থেকে ফল ফলাদি কিনে এনে ঘরে রাখে। ওই সব ফল ইমাম খেয়ে ফেলে। এ জন্য তার মা তাকে বকাঝকা করে। মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গিয়ে ইমাম ফাঁসির দড়ি নিচে পরে আহত হয়।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।