স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর শহরস্থ ফেইথ কোচিং সেন্টারের আয়োজনে জে.এস.সি- ২০১৫ পরীক্ষাথীদের জন্য দোয়া ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আদালত পাড়াস্থ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে অংশ নেন কোচিং সেন্টারের শিক্ষাথী সহ অভিভাবকগন। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার শক্তি মানুষকে টচ লাইটের মতো আলো দেয়। হাতে টচ থাকলে অন্ধকারকে জয় করে আলোতে পৌছতে পারা যায়। অন্তরে যদি শিক্ষার আলো দেয়া যায়, তবে সেই আলো দীর্ঘক্ষন থাকে। এলাকাগুলোতে যতবেশী শিক্ষিত বাড়ানো যাবো, ততো বেশী এলাকা উন্নত হবে। স্কুল গুলোতে আজ মেধাবী শিক্ষকের অভাব। বিদ্যালয়গুলোতে আনন্দ দায়ক শিক্ষাদানের অভাবের কারনে কোচিং সেন্টার তৈরী হয়েছে। ফেইথের মেধাবী শিক্ষকদের কারনে ছাত্রছাত্রী ভালো ফলাফল অর্জন করবে এটা আশা করছি। তিনি তার বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, গতানুগতিক শিক্ষাক পাশা পাশি সৃজনশীল শিক্ষার কাজে শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে। শিক্ষার পাশা পাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা দিতে হবে। পড়া শোনার পাশা পাশি শিক্ষার্থীদের সৃজনশীল কাজে নাসিং করতে হবে।
ফেইথ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা জাকির হোসেন নিশানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর কন্ঠের ম্যানেজার ও কালের কন্ঠের কর্মাশিয়াল এক্রকিউটিটিভ সেলিম রেজা। উম্মে হাবিবা ও ফাতেমাতুজ জোহরার যৌথ উপস্থাপনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ দিদার হোসেন, মুনতাছির, মোঃ জাফর, পুনম। জেএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়ী বাণী পাঠ করেন দশম শ্রেণীর ছাত্র মোঃ আল মোজাহিদ। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শামীমা নওশর, মাহিমা আক্তার মুক্তা, নূর হালিজা স্মৃতি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন পরীক্ষার্থী নুরুন্নাহার। গীতা পাঠ করেন বিকাশ রবি দাস। ইসলামি সংগীত পরিবেশন করেন নাহিদুল ইসলাম। সংক্ষিপ্ত সভা শেষে জেএসসি পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মহিউদ্দিন।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।