নাটোর থেকে মোঃ মাজহারুল ইসলাম :
নাটোর সদর উপজেলার একজন জনপ্রতিনিধির স্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগে তাসনুভা রহমান মিতু নামের এক শিক্ষিকাকে শনিবার দুপুরে শহরের কানাইখালি নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক শিক্ষিকা নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে চারু ও কারুকলা বিভাগের শিক্ষিকা এবং শহরের কানাইখালী এলাকার মফিজুর রহমানের কন্যা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঐ শিক্ষিকা নাটোর সদরের একজন জন প্রতিনিধির সহধর্মীনী ছবি বিকৃত করে নিজ ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয় এবং ছবির নিচে অশ্লীল মন্তব্য করেন।
এ বিষয়ে শুক্রবার রাতে শহর যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জল বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করলে শনিবার দুপুরে শিক্ষিকা মিতুকে গ্রেফতার করা হয়।