চাঁদপুরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন পূরণে আমরা মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি
…….. প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্টাফ রিপোটার ঃ সারাদেশের ন্যায় চাঁদপুরেও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টায় সারাদেশের ন্যায় চাঁদপুরেও একযোগে ৩৭ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ১টি কম্পিউটার ও ভাষা প্রশিক্ষন ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার বক্তব্যে বলেন, ২০২১ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করবো। আমাদের লক্ষ্য বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি ধারায় ছেলে ও মেয়েদের নিয়ে আসা। আজ সারাদেশে ২০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৬৫টি কম্পিউটার ও ভাষা প্রশিক্ষন ল্যাব একযোগে উদ্বোধন করা হচ্ছে। এসব ল্যাবের মাধ্যমে ৯টি ভাষায় শিক্ষা দেওয়া হবে। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুধু তাই নয় প্রযুক্তি ধারায় দেশের ছেলে ও মেয়েদের শিক্ষার জন্য ভ্রাম্যমান ল্যাব তৈরি করা হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব কলেজে শুরু করেছি পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ে তৈরি করা হবে। দেশের ছেলে ও মেয়েদের প্রতি দোয়া করছি তারা প্রযুক্তির মাধ্যমে অধুনিক ভাবে গড়ে উঠবে।
তিনি আরো বলেন, এ দেশের মানুষের কথা চিন্তা করে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তার জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। শুধু তাই নয় ২বার ফাঁসির দাঁড়পান্ত থেকে বেঁচে ফিরেছেন । তারপরও এদেশের মানুষের অধিকারের সাথে আপোষ হননি। আমি মনে করি বাংলাদেশের ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারলে আমার বাবার আত্মা শান্তি পাবে। তাই সেই লক্ষে আমি ও আমার সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন পূরণে আমরা মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি। সমগ্র জাতীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।
ভিডিও কনফারেন্সিং এ জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব ) মো. মাহফুজুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন,সদর এসিল্যান্ড পঞ্জজ বড়–য়া,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।