চাঁদপুরে বঙ্গবন্ধু সড়কে অগ্নিকান্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন:
অগ্নিদগ্ধ দোকান মালিক মিজান- অগ্নিদগ্ধ অপর ৫জনসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যমুনা অয়েল এজেন্সির তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় শনিবার বিকেলে ৩সদস্যেরকমিটি ঘটনান্থল পরিদর্শন করেন।এ ছাড়া দোকানের মালিক মিজানুর রহমান পাটওয়ারী, অগ্নিদগ্ধ ৫ জনসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর মডেল থানার পিএসআই শাহাদাত হোসেন সরকার পক্ষে বাদী হয়ে দাতব্য পদার্থ ও অনিয়মতান্ত্রিক ও অসবাধনতা অনিয়ম ও জনসাধারণের চলাচলের পথরুদ্ধ করে অসতর্কতামূলকভাবে জ্বালানি তেল ব্যবহারে অপরাধে এই মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছেন: যমুনা অয়েল এজেন্সীর স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান পাটওয়ারী, তার ছেলে রায়হান, কর্মচারী মাসুদ হোসেন, নুর মোহাম্মদ, বাদশা। এই মামলায় আরো অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। চাঁদপুর মডেল থানা এস আই নিজামুল হক ভুঁইয়া সূত্রে এসব তথ্য পাওয়া যায়। এদিকে শুক্রবার চাঁদপুর মডেল থানার এস আই নিজাম উদ্দিন ভুঁইয়া আগুনে পুড়ে যাওয়া তৈলবাহী ট্যাংকারটি জব্দ তালিকা করে উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সোহেল রানাকে থানায় নেয়া হয়। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার।
তিনি আশপাশের লোকজনের সাথে ঘটনার বিষয়ে কথা বলেন। শনিবার বিকেলে ৩ সদস্যে তদন্ত কমিটি ,অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন,এ এস পি সার্কেল মো: নজরুল ইসলাম ও ফায়ার সার্ভিস জেলা উপ-–সহকারী প্রকৌশলী রতন কুমার নার্থ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এলাকার প্রত্যাক্ষদর্শীদের সাথে কথা বলেন এবং তাদের বক্তব্য লিপিবদ্ব করেন। ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের সম্পকে খোজ খবর নেন। এসময় এলাকার ৭/৮ জনের বক্তব্য শুনে তাদের স্বাক্ষর গ্রহন করেন।