স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে মাসুদ হোসেন (২৮) নামে আরো একজনের মুত্যু হয়েছে। তিনি পুড়ে যাওয়া মিজানের জ্বালানি তেলের দোকানের কর্মচারী। গতকাল রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় অগি্নদগ্ধ তিনজনের মৃত্যু ঘটলো।
শুক্রবার বিকেলে মারা গেছে দুর্ঘটনা কবলিত তেলের লরির হেলপার নূর মোহাম্মদ (২১)।বৃহস্পতিবার মারা যায় দোকান মালিক মিজানুর রহমানের ছেলে রায়হান (১৮)। গতকাল মাসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়হানের মামা কবির চৌধুরী। তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তার ভগি্নপতি মিজানের কাছে রয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের বঙ্গবন্ধু সড়কের সেলিনা ভিলার সামনে পদ্মা অয়েল কোম্পানীর একটি তেলের লরিতে আগুন লেগে ওই ভবনের নিচতলায় মিজানের জ্বালানি তেলের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ অগ্নিকান্ডে দোকানী মিজান (৫০), তার ছেলে রায়হান (১৮), তেলের লরির চালক বাদশা, দোকান কর্মচারী মাসুদ হোসেন (২৮) ও লরির হেলপার নূর মোহাম্মদ (২১) মারাত্মকভাবে অগি্নদগ্ধ হন। এ পাঁচজনকে ঘটনার রাতেই ঢাকা মেডিকেলে রেফার করা হয়। এদের মধ্যে রায়হান, নূর মোহাম্মদ ও মাসুদের শরীরের প্রায় ৮০-৯০ ভাগ আগুনে পুড়ে যায়। ঘটনার পরদিন বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় রায়হান, শুক্রবার বিকেলে নূর মোহাম্মদ এবং গতকাল রোববার দুপুরে দোকানের কর্মচারী মাসুদ মারা যায়। বাকি ২ জনের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।