স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে জ্বালানী তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অবশেষে যমুনা অয়েল এজেন্সীর মালিক মিজানুর রহমান পাটওয়ারী (৪৫) ও মারা গেলেন। তিনি ৯ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসায় থেকে ৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাতে মারা যান। তার শ্যালোক কবির চৌধুরীর এ তথ্য জানান । এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এর আগে পর্যায়ক্রমে চিকিৎসারত অবস্থায় মারা যায় তার বড় ছেলে রায়হান পাটওয়ারী (২৩),লরীর হেলপার নুর মোহাম্মদ (২১) তার দোকানের কর্মচারী মাসুদ (২৮)ও দোকান কর্মচারী দেলু ভুঁইয়া (২৫) ।
তবে স্থানীয় এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়, মিজানুর রহমান অগ্নিকান্ডে যতটা অগ্নিদগ্ধ হয়েছেন অন্যান্যদের তুলনামূলক হারে তার অবস্থা অনেক ভালো ছিলো। তাই তার এ মৃত্যুর কারন বলে অনেকে মনে করছেন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা এবং এ ঘটনায় তার ছেলে ও কর্মচারীর মৃত্যু এবং তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা শুনে সবকিছু মিলিয়ে হয়তো তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এমনটা মনে করছেন তার স্বজনরাও। অনাকাঙ্খিত এমন একটি অগ্নিকান্ডের ঘটনায় একটি পরিবার এভাবে শেষ হতে দেখে শহরবাসি অনেকেই আপসোস করছেন এবং গভীর শোক প্রকাশ করছেন। শুক্রবার সকালে তার লাশ ঢাকা থেকে ফরিদঞ্জ লোহাগড়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থনে লাশ দাফন করা হয়।
উল্ল্যেখ মিজানুর রহমান পাটৗয়ারী প্রায়১০ বছর ধরে বঙ্গবন্ধু সড়কে বাসা ভাড়া থেকে ব্যাবসা করেছেন। তার ২ ছেলের মধ্যে এখন ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রী রয়েছে।