চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জাহিন রাইদাহ মাইশা বিভাগীয় পর্যায়ে বছরের সেরা মেধাবী নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মাইশা এই সেরা মেধাবীর পুরস্কার গ্রহণ করে। গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। তৃণমূল পর্যায় থেকে মেধাবীদের খুঁজে বের করে আনতে সরকার এ বছর থেকে ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩’ চালু করে। এরই আলোকে উপজেলা পর্যায় থেকে জেলা, বিভাগীয় ও সর্বশেষ জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি ইভেন্টে তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা হয়। ইভেন্ট চারটি হচ্ছে- ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও ক¤িপউটার এবং বাংলাদেশ স্টাডিজ।
আর গ্রুপ তিনটি হচ্ছে- ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী, ৯ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণী। এ তিনটি গ্রুপে চারটি ইভেন্টের প্রতিযোগিতায় চাঁদপুর জেলা থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ নেয়। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা হয় ১১ মার্চ থেকে ১৩ মার্চ। এই প্রতিযোগিতায় প্রতি উপজেলা থেকে ১২ জন করে জেলার ৮ উপজেলায় ৯৬ জন উপজেলা পর্যায়ে বছরের সেরা মেধাবী নির্বাচিত হয়। এই ৯৬ জন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ১২ জন জেলা পর্যায়ে বছরের সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয় এবং এদেরকে পুরস্কৃত করা হয়। জেলার এই ১২ জনকে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে পাঠানো হয়। ১২ জন হচ্ছে- ভাষা ও সাহিত্য ইভেন্টে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী শাররাফাহ বদরিয়া নিহা, একই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী জাহিন রাইদাহ মাইশা, হাজীগঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো. মহিউদ্দিন চৌধুরী, দৈনন্দিন বিজ্ঞান ইভেন্টে হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র সিফাত আহমাদ, বিজ্ঞান ইভেন্টে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী আফসানা রহমান মুনমুন, চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো. সাকিব হোসাইন, গণিত ও ক¤িপউটার ইভেন্টে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নাফিসা হোসেন, ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র প্রান্ত চন্দ্র সাহা, বাংলাদেশ স্টাডিজ ইভেন্টে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মুনজুর আহমেদ, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুবাহ ইয়াছমিন বন্যা ও কচুয়া আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মাহমুদ হাসান। এই ১২ জন সেরা মেধাবী বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিলে এদের মধ্যে বিভাগীয় পর্যায়ে ২০১৩ সালের সেরা মেধাবী নির্বাচিত হয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী জাহিন রাইদাহ মাইশা। সে ভাষা ও সাহিত্য ইভেন্টে বছরের সেরা মেধাবী হয়। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মাইশা এই সেরা মেধাবীর পুরস্কার গ্রহণ করে। তাকে সনদপত্র, মেডেল, পাঁচ হাজার টাকা ও কিছু বইসহ গিফট ব্যাগ দেয়া হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিবসহ আরো জাতীয় পর্যায়ের ব্যক্তিত্বরা। চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো. শফিউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেরা মেধাবী মাইশার বাবা হাজীগঞ্জ মডেল কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোশাররেফ হোসেন ও মা মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার। মাইশা সুশিক্ষিত ও একজন সৎ মানুষ হিসেবে যেনো নিজের ভবিষ্যৎ জীবন গড়তে পারে সে জন্য সকলের দোয়া চেয়েছে। এ বিষয়ে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেলা শিক্ষা অফিসার মো. শফিউদ্দিন বলেন, তৃণমূল পর্যায় থেকে মেধাবী বের করে আনতে এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এর দ্বারা গ্রামগঞ্জ থেকেও মেধাবী মুখগুলো বেরিয়ে আসার সুযোগ হলো।