বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে চাঁদপুর ষ্টেডিয়ামে কাব ক্লাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে মোহামেডান ক্লাব গুয়াখোলা ক্রীড়া চক্রকে ৪-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়। নক আউট পদ্ধতির এই খেলার নির্ধারিত পুরো সময়ই গোলশূন্যভাবে শেষ হওয়ায় রেফারি ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আঃ সবুর মন্ডল ও পুলিশ সুপার মিসেস সামছুন্নাহারও উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে মোট ১০ টি দল অংশ গ্রহন করছে। দলগুলো হচ্ছে ঃ চাঁদপুর আবাহনী ক্লাব, মোহামেডান ক্লাব, বিষ্ণুদি ক্লাব, গুয়াখোলা ক্রীড় চক্র, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, নতুন বাজার ক্রীড়া চক্র, ভাই ভাই স্পোটিং ক্লাব, নাজিরপাড়া ক্রীড় চক্র, পশ্চিম শ্রীরামদি ক্লাব, চাঁদপুর ক্রিকেট একাডেমি। ক্রীড়া মাসের অংশ হিসেবে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্ণামেন্টটির বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি দলকে স্থানীয় খেলোয়াড় দিয়ে সাজাতে হয়েছে। অন্য কোন জেলা থেকে আসা বা বিদেশী খেলোয়াড় এই টুর্ণামেন্টে অংশ নেবার সুযোগ পাচ্ছে না। স্থানীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির প্রয়াসেই এই নিয়ম চালু করা হয়েছে বলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।