স্টাফ রিপোর্টার ==
চাঁদপুর শহর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের মিশন রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল হক বাচ্চু মিয়াজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৮ দলীয় জোট এবং ১৪ দলীয় জোটের পরিপ্রেক্ষিতে আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ যে জোট করছে এটা সত্যিকার ভাবে দেশপ্রেমিকদের নিয়েই করা হচ্ছে। এ জোটে রয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম রব, বি চৌধুরীসহ অনেক মুক্তিযোদ্ধা। আমরা আশা করি, আমাদের এ জোটে খুব সহসাই যোগদান করবেন ড. কামাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত জঘন্য। এ পরিস্থিতিতে জনগণের সেবার জন্যে সফল রাষ্ট্রনায়ক এরশাদকেই প্রয়োজন। জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শাহআলম মিজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিউল আযম শাহাজাহান। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহীম দেওয়ান স্বপনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক জাহিদ ভূইয়া। উপস্থিত ছিলেন ঢাকা তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সেলিম খান, জেলা মহিলা পার্টির সদস্য সচিব ফারিয়া চৌধুরী সেলিনা, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক নান্নু ভূঁইয়া, শহর জাতীয় পার্টির সদস্য বাদল হাওলাদার, শহর জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক আঃ মতিন, শহর স্বেচ্ছাসেবক পার্টির নেতা হাবিবুর রহমান জমাদার, সেকানত্দর মাল সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাশেষে হাবিবুর রহমান জমাদারকে আহ্বায়ক ও সেকান্তর মালকে সদস্য সচিব করে শহর স্বেচ্ছাসেবক পার্টির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।