মতলব উত্তর:কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালালউদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীক আমাকেই দিবে, ইনশা আলাহ। আমাকে মনোনয়ন দিবে এ আশা নিয়ে আপনারা মাঠ ঘোছাতে থাকুন। আ,লীগের দুঃশাসন, হেফাজতে ইসলামের কর্মীদের হত্যাসহ তাদের কর্মকান্ডগুলো প্রচার করতে হবে। তবেই সাধারণ মানুষ বিএনপির পক্ষে চলে আসবে। এমনিতেই এদেশের ধর্মপ্রিয় মানুষ বিএনপি তথা জাতীয়তাবাদী মনা। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে জাতীয় নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। এখনও সময় আছে সংবিধানে নির্দলীয় সরকার ব্যবস্থা সংযোজন করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালালউদ্দিনের পক্ষ থেকে নিজ বাড়ী মতলব উত্তরে উপজেলার লুধুয়া গ্রামে আয়োজিত ইফতার মাহফিলে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালালউদ্দিন এসব কথা বলেন।
ড. জালালউদ্দিন আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। কয়েক মাস পর মহাজোট সরকারের ৫ বছর মেয়াদ পূর্ণ হবে। সরকার পরিবর্তন হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হবে। নির্দলীয় সরকারের মাধ্যমে লেভেল পেইং ফিল্ড তৈরি করতে হবে। জনগণ যাদের রায় দেবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। জনগণ ইতোমধ্যে ভোটের মাধ্যমে জবাব দিয়েছে। সরকার যদি মনে করে তারা উন্নয়ন করেছে তাহলে তাদের আত্মবিশ্বাস ও সাহস নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। দেশে আওয়ামী লীগ সংকট সৃষ্টি করেছে। তারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংঘাতময় পরিস্থিতি আওয়ামী লীগের জন্য ভয়াবহ হবে।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের সভাপতি ও সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান আপেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোঃ খুরশীদ আলম, কেন্দ্রীয় যুবদলের সদস্য নূর“ল হক জিতু, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আহসানুল হক ফটিক, মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, কেন্দ্রীয় শ্রমিকদলের প্রচার সম্পাদক আঃ মালেক মোলা, উপজেলা বিএনপির সদস্য তোফাজ্জল হোসেন লিটন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য তোফায়েল পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির নেতা গণি তপাদার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন, গজরা ইউনিয়ন বিএনপি নেতা হাফিজ মুন্সি, নূরুল আমিন মাষ্টার, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বোরহান ফরাজী, উপজেলা যুবদলনেতা মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম মোস্তফা গাজী, ছেংগারচর পৌর যুবদল নেতা ফজলুল হক মিলন প্রমূখ।