অভিজিত রায় ॥ ‘আলোর পথে আরো এগিয়ে’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ উপলক্ষে নির্বাহী প্রকৌশলীর দপ্তর বিবিবি ও বিউবো’র আয়োজনে শহরে র্যালি বের হয়। সোমবার সকাল ৯টায় শহরের নতুন বাজার এলাকার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে বিদ্যুৎ অফিসে এসে শেষ । র্যালি পূর্ব উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, বিগত কয়েক বছরে অভূতপূর্ব ভাবে বিদ্যুতের উৎপাদন বেড়েছে। বর্তমানে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সক্ষমতা রয়েছে ১৪ হাজার মেগাওয়াটের। আগামী চার বছর পর তা ১৮ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। বাংলাদেশ বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পর্নতা অর্জনের পথে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দ্রুত লয়ে এগিয়ে যাচ্ছে। এ ধারাবাধিকতা বজায় থাকলে ২০৪১ সালের লক্ষ্য আমার এর আগেই পূরন করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি। বর্তমানে দেশের জিডিপি বেড়ে ৬.৭১ শতাংশে পৌছেছ সরকার এ কে দুই অংকে অর্থাৎ ১০ এ নিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে আমাদের রির্জাভ ২৭ বিলিয়ন ডলার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহারের, এএসপি মোঃ আশ্রাফুজ্জামান ও জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলি মোস্তাফিজুর রহমান, বিদ্যুৎ শ্রমীক লীগের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারসহ শ্রমীক নেতৃত্ববৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।