এম.এইচ.মাহিন:
ছবিটি দেখার পর হয়ত জানার কৌতূহল জায়গাটি কোথায় ।পরিচয় তাগিদে জায়গাটি হল মিরপুর ১ নম্বর হযরত শাহ- আলী পীরসাহেবের মাযার প্রাঙ্গন । দিন- দুপুরেই বসে বাউলদের এ গানের আসর । মাদুর বিছানো পরিপাটি প্রতিটি বাউলের আসর। এখানে সময় পেলেই ছুটে আসেন কত শত বাউলভুক্ত প্রেমিক। ছোটবেলা হতে আমি বাউল গানে আসক্ত তাই সময় সুযোগ পেলেই চলে যাই মিরপুর মাযারে। বাউলরা গলা ফাটিয়ে গান করেন মাটি ও মানুষের। এতে কারও দয়ামায়া হলে দু’ চার পয়সা দেন। এতেই তারা বেশ খুশি। জানতে চাইলে সহজ উত্তর- বাপজান ,সাঁইজী কি কাউকে না খাইয়ে রাখে নাকি ।
বাউলদের আচরণ খুব সহজ- সরল এবং আপ্যায়নমুখী । আপ্যায়নের ধরন দু’ ধরনের ভিতর এবং বাহির । ভিতরের আপ্যায়নে জোটলা বেঁধে সিদ্ধি পান করেন কতিপয় ভদ্রভূষণধারী ভদ্রলোক। বাহিরের আপ্যায়নে সবাই সমমান।
কিছক্ষণ অতিবাহিত করলাম বাউলদের আখড়ায় । ওকি প্রাণ-জড়ানো গান । গানের মাঝে উল্লেখযোগ্য- ও জীবনরে জীবন ছাইড়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবনরে । এছাড়া শাহ- আবদুল করিমের-আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।