স্টাফ রিপোর্টার ॥
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চতন্তর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎ স্পৃষ্ঠে ১ জন গৃহবধু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, বুধবার সকালে ওই এলাকার হাওলাদার বাড়ির বাবুল হাওলাদারের স্ত্রী রুবি বেগম তার একতলা বিল্ডিংয়ের ছাদ ঝাড়– দিতে গিয়ে দেখে ছাদের উপর দিয়ে বিদ্যুৎয়ের একটি লাইন অন্য বাড়িতে নেওয়া হয়েছে। রুবি বেগম তারটি হাত দিয়ে সড়িয়ে ঝাড়– দিতে গেলে তারটি লিক থাকায় তিনি বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে তারের সাথে আটকিয়ে থাকে। সে বহু কষ্ঠে ডাক চিৎকার দিলে পাশেই থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগটির মূল মালিক সাবেক মেম্বার মানিক মিয়ার ভাই আরিফ দৌড়ে এসে ঘরে ডুকে মেইনসুইচ বন্ধ করে দেয়। সাথে সাথে রুবি ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। এ সময় পরিবারের লোকজন তাৎক্ষনিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।
হাসপাতালে গিয়ে রুবির আত্মীয় স্বজনের কাছ থেকে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ সাবেক মানিক মেম্বার পল্লী বিদ্যুতের লোকদের সাথে আতাত করে তার মিটার থেকে বেশ কয়েকটি ঘরে অবৈধ সংযোগ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। সেই সংযোগ থেকেই এই দূর্ঘটনার স্বিকার হয় রুবি বেগম। বর্তমানের রুবি বেগম চাঁদপুর সদর হাসপাতালে মূমুর্ষ অবস্থায় রয়েছে।
এলাকাবাসীর দাবী এই ধরনের অবৈধ সংযোগ থেকে যে কোন মুহুর্তে আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। এমনকি এই সংযোগগুলো থেকে সরকারও রাজস্ব হারাচ্ছে। অচিরেই এই অবৈধ বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে ব্যবহার কারীকে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।
এ বিষয়ে অবৈধ সংযোগকারী মানিক মেম্বারের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলে তাকে পাওয়া যায় নি।