স্টাফ রিপোর্টার ॥
৩য় ধাপে ইউপি নির্বাচন গত ২৩এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনিক মিয়া পরাজিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই ওয়ার্ডের বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাংচুর চালায় এবং দোকাপাটে লুটপাট করে। এ ঘটনায় ৩জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা হলেন- হাওলাদার বাড়ির আব্দুর রহমানের স্ত্রী শিরতাজ, খলিলুর রহমান, সুলতান মিয়ার স্ত্রী রোকেয়া বেগম।
হাওলাদার বাড়ির ক্ষতিগ্রস্থ লোকজন জানায়, ৬নং ওয়ার্ডের চতন্তর গ্রামের হাওলাদার বাড়ির লোকজন সাবেক মেম্বার মানিক মিয়াকে ভোট না দেওয়ায় নির্বাচনের দিন রাতে ফলাফল ঘোষণার পরপর পরাজিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে এ ঘটনা ঘটায়। এ সময় মনির হোসেন হওলাদর, মজিবুর রহমান, আব্দুর রহমান, খলিলুর রহমান, ও সুলতান মিয়ার ঘরে ব্যাপক ভাংচুর করে ঘরে থাকা মালামাল ক্ষতিগ্রস্থ করে। এ সময় মনির হোসেনের ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ও তার স্ত্রী’র স্বর্ণালংকার হামলাকরীরা লুট করে নিয়ে যায় বলে ঘরের মালিক মনির হোসেন জানায়। যাওয়ার সময় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার ও শাহাদত হোসেনের দোকনে ব্যাপক ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে ওই ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ফারুক হোসেন জানান, আমি আলীগঞ্জ উপজেলার নির্বাচন অফিসে ছিলাম। তখন এলাকার লোকজন ফোনে আমাকে ঘটনাটি জানান। আমি সাথে সাথে নির্বাচিত চেয়ারম্যান মাফুজুর রহমান ইউছুফ পাটওয়ারীকে অবহিত করি।
চেয়ারম্যান ইউছুফ পাটওয়ারীর সাথে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমিও বিষয়টি শুনেছি। আমি আমার সুবিধা মতো সময় সুযোগ হলে ঘটনাটি পরিদর্শন করবো।
এলাকার লোকজন ওই দিন রাতেই হাজীগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করলে সাব ইন্সেপেক্টর শাহ জাহান ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করেন। এ বিষয়ে তার সাথে আলাপ কালে তিনিও বিষয়টির সত্যতা স্বিকার করেন।
হাওলাদার বাড়ির লোকজন জানায়, মানিক মিয়া বিগত দিনে এ ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পালন করেছে। সে কি করে তার ভাই ও ছেলে সহ প্রায় শতাধিক সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে এ হামলায় চালালো। নির্বাচনে জয় পরাজয় আছেই। তার জন্যতো আমরা সাধারণ ভোটাররা দায়ি নয়। তিনি আমাদেরকে তার পক্ষে কাজ না করা ও তাকে ভোট না দেওয়ার অভিযোগ তুলে এ ঘটনাটি ঘটিয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করি।
এলাকার লোকজন জানায়, ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাফুজুর রহমান ইউছুফ পাটওয়ারীর কাছে আশা করেছিলাম তিনি ঘটনাটি শুনার সাথে সাথেই ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নিতে আসবেন। কিন্তু একটি দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তিনি আসেননি। তাকে ফোন করলে তিনি জানান তার সুযোগ সুবিধা মতো তিনি আসবেন। এখনই যদি এ অবস্থা হয় ভবিষ্যতে তার কাছে এলাকার জনগণ বিপদে পড়লে কি আশা করতে পারে।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।