চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নে অটোরিক্সার চার্জ দিতে গিয়ে সুজন গাজী (১৮) নামে চালক নিহত হয়েছে। গতকাল ২৯ ডিসেম্বর রোববার বিকেল ৪টায় চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন বাখরপুর গ্রামের গাজী বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুজন ওই বাড়ির হারুন গাজীর ছেলে।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী প্রশাসনের সাথে আলোচনা করে লাশ দাফনের সহযোগিতা করেন। নিজের অটোরিঙ্া বাড়িতে চার্জ দিতে গিয়ে সুজন বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।