স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২জনকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করে আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় চান্দ্রা বেড়িবাধের রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, চাঁদপুর পুরানবাজার রিফোজী কলোনীর বাসিন্দা নুরু মল্লিকের ছেলে ১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মল্লিক (২৮) ও খলিল খানের ছেলে সোহেল খান (২৫) একটি মোটর সাইকেল যোগে ব্যক্তিগত কাজে চান্দ্রা যায়। কাজ শেষে আসার পথে বাগাদী চৌরাস্তা এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে একটি সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে মস্তিস্কে রক্তক্ষরন হয়। পরে স্থানীরা উদ্ধার করে সিএনজি যোগে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা জনক দেখে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।