স্টাফ রিপোর্টার
গতকাল শুক্রবার বাদ আছর চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা জামে মসজিদে ছারছীনার পীর ছাহেব কেবলার আগামী ২২ নভেম্বর শনিবার শুভাগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জমইয়াতে হিযবুল্লাহ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দীন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল গাজী, মাওঃ মোঃ জাকির হোসেন হিরু, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওঃ মাহফুজ উল্লাহ, গাজীপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ নজরুল ইসলাম, মোঃ হারুন-অর-রশীদ পাটোয়ারী, সদর জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ ইদ্রীস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মোজাম্মেল হক, বাগাদী নূরানী জামে মসজিদের ইমাম মাওঃ আবদুল মান্নান প্রমুখ। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সভাপতি পীর ছাহেব হুজুরের মাহফিল সফল হওয়ার জন্য দোয়া ও মোনাজাত করেন।