প্রতিনিধি॥
চাঁদপুর সদরের বাগাদী রাড়ী বাড়ির সামনে বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কথিত লেংটার ভক্তরা আসর জমায়। খোজ নিয়ে জানা যায় বাগাদীর মাদক সম্রাট রাড়ী বাড়ীর মুরাদ রাড়ী ও তার ভাই মামুন রাড়ী, কাদির গাজী, সোহাগ রাড়ী, বাবুল তালুকদার সহ এলাকার কিছু উছৃঙ্খল কিছু যুবকের উদ্যোগে আসর এ বছর নতুন করে চালু করে। তাদের আসরটি স্থানীয় ইউপি কিংবা প্রশাসন কারো কাছ থেকে কোন প্রকার অনুমতি না নিয়ে বিতর্কিত এ আসরটি উল্লেখিত মাদক ব্যবসায়ীরা তাদের মাদক ব্যবসার সুবিধার্থে বসায় এবং আসরটিকে তিন দিন স্থায়ী রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক লেংটার একাধিক ভক্ত জানান এখানে বাবার আসর বসবে বলে আমরা অনেকে এখানে এসে ভিড় করি। কিন্তু ১ম দিনেই এসে দেখি এখানেই ইয়াবা ও গাঁজা সহ প্রায় লক্ষাধিক টাকার মাদক বিক্রি হয়েছে। আসরের আশে পাশে বসবাসরত একাধিক বাসিন্দা জানান প্রথমে আমরা বিষয়টি শরীয়তি, মারেফতী ও জারী গানের আসর মনে করে বাধা দেই নাই, কিন্তু বিষয়টি পরবর্তীতে মাদক মেলায় পরিনত হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। জানা যায় আসর পরিচালনাকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেন না। তাছাড়া লেংটার ভক্ত মাদক সম্রাট মুরাদ রাড়ী গত কয়েক মাস পূর্বে মাদকের টাকা জোগাড় করতে না পেরে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেয় এবং তার স্ত্রী যৌতুক দিতে অস্বীকার করায় গলায় গামছা পেছিয়ে সে স্ত্রীকে হত্যার চেষ্টা করে। লোমহর্ষক ঘটনাটি স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। বর্তমানে নতুন করে সৃষ্টি হওয়া লেংটার আসরের নামে অনুষ্ঠিত মাদকের আসর নিয়ে বাগাদীতে বেশ আলোচনা-সমালোচনা চলছে। ভবিষ্যতে যেন উল্লেখিত ব্যক্তিরা এ ধরনের লেংটার আসরের নামে মাদকের আসর বসাতে না পারে সে বিষয়ে এলাকার জনপ্রতিনিধি সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য সচেতনমহল জোর দাবি জানিয়েছেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।