স্টাফ রিপোর্টার ॥
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যয় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগাদী আহ্মাদিয়া ফাযিল মাদ্রাসায় জঙ্গিবাদ ও সন্ত্রসবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মদ খান এর সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা মো. মাহফুজ উল্যাহ খানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মো. সাইফুল্লাহ খান নোমান, দাতা সদস্য পীরজাদা মো. বরকত উল্যাহ খান, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সেক্রেটারী মাওলানা মো. জাকির হোসেন হিরু, ছাত্রলীগ নেতা পারভেজ করিম বাবু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ বাগাদী ইউনিয়ন কমিটির সভাপতি মো. জাকির হোসেন, ব্যবসায়ী আরিফ উল্যাহ গাজীসহ অভিভাবকবৃন্দ। চেয়ারম্যান বেলায়েত হোসেন খান বিল্লাল বক্তব্যে বলেন, মুসলমান হয়ে যারা মুসলমান করে, তারা কখনেই মুসলমান হতে পারে না। একটি শ্রেনী ইসলামকে বিতর্ক করার জন্য এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ইসলাম সম্পর্কে সঠিক ধারনা না থাকার কারণেই তারা বিপদগামী যুবকরা জঙ্গিবাদে জড়িত হচ্ছে। তোমরা যারা মাদ্রাসা অধ্যয়ন করছো, তোমাদেরকেই এই জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশ ও সমাজকে ধ্বংশের হাত থেকে রক্ষা করতে তোমাদেরই দায়িত্ব পালন করতে হবে। যারা স্বাধীনতা বিরোধী তারাই বার বার এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোন অপশক্তিই তাদের পরিকল্পনা সফল করতে পারবে না। আসুন আমরা সবাই জঙ্গিবাদ বিষয়ে আরো সতর্ক হই।