সংবাদদাতা
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দু দফা প্রায় অর্ধ শতাধিক সিএনজি স্কুটার ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সেখান থেকে ১৮ দলীয় জোটের ৯জন কর্মী সমর্থককে আটক করেছে।
গতকাল সেখানে বিএনপি তথা ১৮ দলীয় জোটের কোনো কর্মসূচি না থাকলেও আজ থেকে অনির্দিষ্টকালের অবরোধকে সামনে রেখে সন্ধ্যায় প্রায় অর্ধ শতাধিক সিএনজি স্কুটার ভাংচুর করা হয়। এ সময় আতঙ্কে যানবাহনসহ শত শত মানুষ বিভিন্ন দিকে ছুটতে থাকে। চাঁদপুর থেকে আসা সিএনজি স্কুটার বিকল্প রাস্তা হিসেবে বাবুরহাট বাজারের মধ্য দিয়ে চলাচল করতে দেখা যায়। চাঁদপুরসহ বিভিন্ন স্থান থেকে আসা অটোবাইকে করে সাধারণ যাত্রীসহ অফিসগামী যাত্রীরা বাবুরহাট এলাকায় মহা বিপাকে পড়েতে। নিরুপায় হয়ে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যায়।
এদিকে দ্বিতীয় দফা গাড়ি ভাংচুরের পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯জনকে আটক করে।