সংবাদদাতা
চাঁদপুরে ছাত্রদল ও ছাত্রশিবিরের ২ কর্মী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল চাঁদপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধের ৫ম দিনে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড, সদর উপজেলার আশিকাটি, কল্যাণপুর ও মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মঠখোল, কালিভাংতি ও জেলা কারাগার সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল পাটওয়ারী, ১৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মনির খান, যুগ্ম আহ্বায়ক হান্নান বেপারী, জাহাঙ্গীর শেখ, মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মৃধা, কালু মৃধা, আশিকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম জহির তালুকদার, যুগ্ম আহ্বায়ক কাজী রিপন, শাহাদাত হোসেন বাবলু, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পলাশ কাজী, যুগ্ম আহ্বায়ক ডাঃ কবির হোসেন। এছাড়াও সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহাদাত কাজী, একেএম ফজলুল হক সেলিম, এএইচএম কামরুজ্জামান, বিএনপি নেতা আরশাদ মজুমদার, জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল পাটওয়ারী, সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক জাফর প্রধানীয়া, যুবদলের সদস্য আলমগীর পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এদিকে রাতে বাবুরহাট মতলব-পেন্নাই সড়কের রালদিয়া মাদ্রাসার কাছে গাছ কেটে সড়ক অবরোধ করে হরতাল ও অবরোধকারীরা। ফলে কোনো ধরনের যানবাহন এমনকি অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারেনি।