ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরে বাবুরহাটে গোস্ত ব্যবসায়ী মোঃ জয়নাল বেপারী প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা এক যুবতীকে ওয়্যারলেছ সিরাজ বরকন্দাজ রোডের ফ্ল্যাট বাসায় শ্লীতাহানি করে। বাবুরহাট বিসিক শিল্পনগরী এলাকায় গামেন্টসে চাকুরি দেয়ার নাম করে ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া চাঁদপুর মডেল থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল সকাল ১১টায় তরপুরচণ্ডী সিরাজ বরকন্দাজ রোডের সালেহা মঞ্জিলের নিচের তালায় এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, বাবুরহাট বাজারের গোস্ত ব্যবসায়ী জয়নাল ব্যাপারীর সাথে নারায়ণগঞ্জ ১নং বাবুরাইলের সেফু মিয়ার মেয়ের সাথে মোবাইলে পরিচয় হয়। প্রতারক জয়নাল চাকুরি দেয়ার নাম ভাঙ্গীয়ে অসহায় যুবতীকে চাঁদপুরে এনে সালেহা মঞ্জিলে বাসা ভাড়া নিয়ে সেখানে নিয়ে আসে। গত সোমবার সেফু মিয়ার মেয়েকে নিয়ে তার মা চাঁদপুরে এসে জয়নাল বেপরীর কথামত ওয়্যারলেছ বাজার এলাকায় যায়। জয়নাল তখন তাদেরকে ভাড়াটিয়া বাসায় নিয়ে চাকুরি দেয়ার নামে ৩০ হাজার টাকা ঘুষ দেয়ার কথা বলে নিয়ে উধাও হয়ে যায়।
অসহায় যুবতী তাকে তার ব্যবহৃত মুঠফোন- ০১৯২১-৪৪৭০০৯ নাম্বারে ফোন করে আসার জন্য অনুরোধ করে। প্রতারক জয়নাল বেপারী তার সাথে অন্য এক ব্যাক্তিকে নিয়ে ওই বাসায় গিয়ে যুবতীকে একটি রুমে নিয়ে শ্লীলতাহানি করে। এসময় বাড়ির মালিক টের পেয়ে ঘরে প্রবেশ করে জিজ্ঞাসাবাদ করলে লম্পট জয়নাল ও তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অবশেষে অসহায় যুবতী ও তার মা নিরুপায় হয়ে চাঁদপুর মডেল থানায় এসে লম্পট জয়নাল বেপারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।
এ ঘটনায় জয়নাল বেপারীর মুঠফোটে যোগাযোগ করলে সে জানায়, বাসা ভাড়া নেয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির মালিককে দেয়া হয়েছে। সেই টাকা নিয়ে তাদের সাথে বাক্বিতণ্ডা হয়। শ্লীতাহানির ঘটনা জানতে চাইলে সে কিছু না বলে সংযোগ বিছিন্ন করে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে প্রতারক জয়নাল বেপারীর বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি সূত্র জানায় প্রতারক গোস্ত ব্যবসায়ী জয়নাল বেপারী চাকুরি দেয়ার নামে অনেক মেয়েদেরকে প্রলোভন দিয়ে এনে শহরের পতিতা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। বাবুরহাট মতলব রোডে জিন্টু মার্কেটের ৩য় তলায় পতিতা ব্যবসায়ী জরিনার কাছে বেশ কয়েকটি মেয়েকে এনে এভাবে বিক্রি করে। জিন্টু মালের ছত্রছায়ায় থেকে জয়নাল বেপারী ও জরিনা বেগম দীর্ঘদিন যাবৎ বাবুরহাটে অবৈধ কার্যকলাপ করে আসছে। এদের বিরুদ্ধে প্রশাসন আনানুগ ব্যবস্থা গ্রহণ করলে কমে যাবে প্রতারনা।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।