শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর বাবুরহাটে প্রবাসীর বাসায় সুকৌশলে ডুকে নগদ ২ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ন চুরি করে নেওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে বাসার লোকজন ঘরে ডুকে এই চুরির ঘটনা দেখতে পায়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়,মতলব উত্তর বাইশকান্দি গ্রামের মৃত ইদ্দিশ ফরাজির ছেলে সৌদি প্রবাসী হানিফ ফরাজির স্ত্রী পারভিন বেগম গত ১ বছর পূর্বে বাবুরহাট শীলন্দীয়া গ্রামের লিটন চৌধুরীর ২য় তলা বাসার নিচের তলা ভাড়া নেয়। সেখানে ছেলে ও মেয়েকে সাথে নিয়ে বসবাস শুরু করে। গত কয়েক মাস পূর্বে তাদের মেয়ে সানজিদাকে বিয়ে দেয়। কয়েকদিন পূর্বে সানজিদা তার ১০ ভরি স্বর্ন নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। তার মা পারভিন বেগম সেখানে জায়গা কিনার জন্য ইসলামিয়া ব্যাংক থেকে নগদ ১ লক্ষ টাকা ও বিকাশ থেকে ১ লক্ষ টাকা সহ ২ লক্ষ টাকা নিয়ে বাসায় এসে আলমারিতে রাখে। শুক্রবার দুপুরে পারভিন বেগম তার মেয়ে ও ছেলেকে রেখে ছোট বোন খুকিকে সাথে নিয়ে তাদের মতলবে বাড়িতে যায়। বাসায় কেই না থাকায় ভয় পেয়ে রাতে মেয়ে সানজিদা ছোট ভাইকে সাথে নিয়ে বাসায় তালা মেরে পাশে তার খালার বাসায় গিয়ে থাকে। সকাল ৯টায় বাসায় এসে ঘরে ডুকে আলমারি তথনছ অবস্থায় দেখে মোবাইলে তার মাকে জানায়। পরে পারভিন বেগম বাসায় এসে চুরির ঘটনা দেখতে পেয়ে এলাকার লোকজন সহ পরিবারের লোকজনকে জানায়। ঘটনার দিন ও সময় সেই বাড়ির মালিক লিটন চৌধুরীর ছেলে লিমন ও তার খালাতো ভাই বাসার দ্বিতীয় তলায় অবস্থান করে। সেই দিন রাতে বাড়ির মালিক লিটন চৌধুরীর স্ত্রী আমেনা বেগম তার বাবার বাড়িতে যায়। স্থানীয় লোকজনদের ধারনা, এই চুরির ঘটনার সাথে বাড়ির মালিকের ছেলে জড়িত রয়েছে। এর কারন অন্য কেই চুরি করলে বাসার তালা কেটে ভিতরে ডুকতো। কিন্তু বাসার তালা না কেটে ভেতরে ডুকে চুরি করলো কিভাবে। বাসার তালা বাড়ির মালিকের ছেলের কাছে ছিলো। তাই তাকেই সবাই সন্ধেহ করছে। পুলিশ ঘটনা তদন্ত করলেই এই চুরির ঘটনা সাথে যারা জরিত রয়েছে তাদেরকে আটক করতে পারবে।
দের