সংবাদদাতা
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত তফসিল বাতিল ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা অবরোধের ৩য় দিনে গতকাল সোমবার ১৮ দলীয় জোটের সমর্থনে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড বিএনপি, সদর উপজেলার আশিকাটি, কল্যাণপুর ও মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ১৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মহসিন মজুমদার লিটন, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল পাটওয়ারী, ১৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মনির খান, যুগ্ম আহ্বায়ক হান্নান বেপারী, জাহাঙ্গীর শেখ, মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মৃধা, কালু মৃধা, আশিকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম জহির তালুকদার, যুগ্ম আহ্বায়ক কাজী রিপন, শাহাদাত হোসেন বাবলু, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পলাশ কাজী ও যুগ্ম আহ্বায়ক ডাঃ কবির হোসেন। এছাড়াও সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহাদাত কাজী, একেএম ফজলুল হক সেলিম, এএইচএম কামরুজ্জামান, বিএনপি নেতা আরশাদ মজুমদার, জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল পাটওয়ারী, সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক জাফর প্রধানীয়া, যুবদলের সদস্য আলমগীর পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতা।
এদিকে মিছিলটি ওয়াপদা গেট এলাকায় যাওয়ার পথে পুলিশের বাধায় পুনরায় বাবুরহাটে ফিরে আসে এবং বাবুরহাট থেকে মতলব রোডে পেন্নাই সড়কের মাথায় আবার পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা বাবুরহাটস্থ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কে কোনো ধরনের যান চলাচল করতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে সিএনজি স্কুটার চলাচল শুরু হলে সন্ধ্যায় ওয়াপদা গেট এলাকায় ক’টি সিএনজি স্কুটার ভাংচুর করা হয়।