চাঁদপুর সংবাদদাতাঃ চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে ফ্যান খুলে পড়ে দুই ছাত্রী আহত হয়েছে ।
আহত দশম শ্রেণির ছাত্রী লিজা আক্তার (১৫) ও রিনা আক্তারকে (১৫) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুলের শিক্ষার্থীরা জানায়, দুপুর ১২টার দিকে দশম শ্রেণির ‘খ’ শাখা ক্লাস চলার সময় হঠাৎ একটি ফ্যান খুলে পড়ে। এতে ওই ক্লাসের লিজা ও রিনা আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের অধ্যক্ষ মোশারফ হোসেন বলেন, “আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”