প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার বাঘরা বাজার মধ্য বালিয়া গাজিবাড়িতে ছেলের শশুর বাড়ির লোকদের হামলার শিকার হয়ে বাবা ছেলে সহ ৫ জন আহত হয়েছে। ঘটনার সূত্রপাতে জানাযায়, গাজিবাড়ির বদিউজ্জামাল গাজি তার ৫ ছেলের মাঝে তার সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেয়। এই ভাগকৃত সম্পত্তি নিয়ে মেজো ছেলে সৌদি-প্রবাসি তাজল ও তার স্ত্রীর সাথে পিতার বাক বিতন্ডা সৃষ্টি হয়। এ সম্পত্তিকৃত ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপর ২ টায় তাজলের শ্বশুর ছাত্তার খাঁ, শরিফ খা, আরিফ খাঁ, বেবী,আছিয়া, লাকি দলবলসহ বদিউজ্জামাল গাজির বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বদিউজ্জামাল গাজি, স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মোঃ জহির গাজি ও বাড়ির আরো ২ জন মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে রক্তাক্তবস্থায় বদিউজ্জামাল, স্ত্রী আনোয়ারা, মোঃ জহিরকে স্থানীয় এলাকাবাসি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার রোগিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
এ বিষয়ে আহতরা জানান, তাদের ভাবি লাকি পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার জন্য তার বাপের বাড়ির লোকজন দিয়ে আমাদের উপর এই বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনায় এলাকাবাসি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে আহতরা জানায়।
শিরোনাম:
বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।