প্রতিনিধি
কচুয়ায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে কনের পিতার ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩জন থেকে মুচলেকা এবং ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরের দিকে কচুয়া উপজেলার কোহলথুড়ি গ্রামের হারুন রশিদের অপ্রাপ্ত বয়স্কা কন্যা ঝরনা আক্তার ও একই উপজেলার শ্রীরামপুর গ্রামের প্রবাসী ইয়াছিনের মধ্যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন চলছিলো। কনে ঝরনা আক্তার অপ্রাপ্ত বয়স্কা এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ সুমন দু পক্ষকে তলব করে তাঁর কার্যালয়ে নিয়ে আসেন। তিনি অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের পিতা হারুন রশিদকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদানসহ কনের চাচতো ভাই জাকির হোসেন, বরের খালাতো ভাই জাহাঙ্গীর ও ভগ্নিপতি শাহ আলমকে বাল্যবিবাহ আয়োজনে সহযোগিতার অপরাধে প্রত্যেককে মুচলেকাসহ ৩ হাজার টাকা করে জরিমানা করেন। মুচলেকায় অপরাধীরা উল্লেখ করেন যে, তারা বাল্যবিবাহের আয়োজন করে অপরাধ করেছে। তারা ভবিষ্যতে আর বাল্যবিবাহে সহযোগিতা করবে না, এর ব্যত্যয় ঘটলে প্রচলিত আইন অনুযায়ী সকল শাস্তি বহন করতে বাধ্য থাকবে।