স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জ উপজেলা থেকে পালিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন সিলেটের শ্রীমঙ্গল থানা থেকে তাদের উদ্ধার করেন।
উদ্ধার হওয়া প্রেমিক সিলেটের হিন্দুসম্প্রদায়ের অজয় সূত্র ধর (২৭) আর প্রেমিকা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের নাজমা আক্তার (১৬)। এ বিষয়ে প্রেমিকার মা তফুরা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিক অজয় সূত্র ধর সিলেট থেকে হাজীগঞ্জের সোনাইমুড়ি গ্রামে তার খালার বাড়ীতে থাকত। সেখানে কাঠ মিস্ত্রি কাজে যোগ দেয়। সেই সুবাধে নবম শ্রেণীর শিার্থী নাজমা বেগমের সাথে প্রেমে জড়িয়ে পড়েন। তারা গত বুধবার বাড়ী থেকে পালিয়ে যায়। শ্রীমঙ্গল উপজেলায় একটি বাসা ভাড়া করতে গিয়ে বাড়ীর মালিকপ সন্দেহ করে। ভাড়াটিয়া বাড়ীর মালিকপ তাদের বিয়ে না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ তাদের ঠিকানানুযায়ী হাজীগঞ্জ থানাকে অবহিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আল-আমিন সরকার বলেন, শনিবার সকালে মেয়ের মেডিকেল চেক-আপ করা হয়েছে। আর ছেলেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।