স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ)কে বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির আহ্বায়ক ও বিএনপির সাবেক শীর্ষ স্থানীয় নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। আজ রাজধানীর তোপখানা রোডস্থ নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নাজমুল হুদা বলেন, আমিই বিএনএফকে সুপ্ত অবস্থান থেকে পুনরুজ্জীবিত করেছিলাম একটি রাজনৈতিক দল হিসেবে। কিন্তু দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ বিএনএফের সেই উদ্দেশ্যকে নস্যাৎ করে দলটিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় স্বার্থে এই অপচেষ্টা প্রতিহত করার জন্য বিএনএফের আহ্বায়ক হিসেবে এর বিলুপ্তি ঘোষণা করছি। বিএনএফকে নিবন্ধনের আবেদন নাকচ দেয়ার নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এ যোগাযোগমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, বিএনএফের অধীনে যে নিবন্ধনের আবেদন করা হয়েছিল তা নাকচ করে দিন। এছাড়া নিবন্ধনের যে আবেদন করা হয়েছিল সে আবেদনও প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। ১৮ দলকে শক্তিশালী করার উদ্দেশেই বিএনএফ গঠন হয়েছিল উল্লেখ করে সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক এ সভাপতি বলেন, বিএনএফ গঠন করার উদ্দেশ ছিল বিএনপিকে ধ্বংস নয় বরং ১৮ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ১৯ দলীয় ঐক্যজোটের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা অব্যাহত রাখা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দলটির সমন্বয়ক বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাই এই অবস্থা চলতে দেয়া যায় না। আজকের এই বিলপ্তির ঘোষণার মাধ্যমে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কোন অধিকার নেই। কারণ আমিই এই দলটির ঘোষণা দিয়েছিলাম আর আমিই এর বিলপ্তির ঘোষণা দিচ্ছি।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আরও সংবাদ
বিশ্ব ইজতেমায় ‘মানবতার ফেরিওয়ালা’ মালয়েশিয়ান ইবিট লিও
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন, মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও। বিশ্ব... বিস্তারিত
পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০-৩০ টাকা
দেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ এরই মধ্যে ঘরে তুলেছেন কৃষক। মূল মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে... বিস্তারিত
রমজান মাসে প্রাথমিকে ক্লাশ ১০ দিন, মাধ্যমিকে ১৫…
আগামী রমজান মাসের প্রথম ১০ দিন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত... বিস্তারিত
পরকীয়ায় নাশ সংসার
দেশে বিয়ের হার বৃদ্ধির পাশাপাশি বিবাহবিচ্ছেদ বা তালাকও বেড়েছে। বিবাহবিচ্ছেদের প্রধান দুটি... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।