দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটি চাঁদপুরের দুই শীর্ষ নেতাকে বহিস্কার করেছে ।বহিস্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার ও সাবেক পৌর চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুর রহমান ভূঁইয়া।
এছাড়া আরও ৪ নেতাকে শোকজ করা হয়েছে। এরা হলেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মুনির চৌধুরী, রফিউস শাহাদাত পাটওয়ারী ওয়াসিম, জসিম উদ্দিন বাবুল খান ও শাহনেওয়াজ খান।
কেন্দ্রীয় বিএনপির দফতর সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জেলা বিএনপি নেতাদের জানানো হয়।
এ খবর পেয়ে কিছু নেতাকর্মী সন্ধ্যার পরপর জেলা বিএনপি’র কার্যলয় ভাঙচুর করে। এদিকে, যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, শহরে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী মমিনুল হক জানান, অফিস ভাঙচুর করা কোনো ভদ্র লোকের কাজ হতে পারে না। তিনি দলের নেতাকর্মীকে শান্ত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।